ছবি: সংগৃহীত
এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক হিসেবে গতকাল সাকিব আল হাসানের নাম ঘোষণার পর আজ এশিয়া কাপে বাংলাদেশের ১৭ জন স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। তবে আলোচনায় থাকলেও এতে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়নি। নতুন মুখ হিসেবে ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসানকে এই স্কোয়াডে দেখা যাবে।
শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
এসময় তিনি এশিয়াকাপের স্কোয়াডে সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদের নাম ঘোষণা করেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন