মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজীদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক হিসেবে গতকাল সাকিব আল হাসানের নাম ঘোষণার পর  আজ এশিয়া কাপে বাংলাদেশের ১৭ জন স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। তবে আলোচনায় থাকলেও এতে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়নি। নতুন মুখ হিসেবে ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসানকে এই স্কোয়াডে দেখা যাবে।

শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

এসময় তিনি এশিয়াকাপের স্কোয়াডে সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদের নাম ঘোষণা করেন। 

এম.এস.এইচ/

এশিয়া কাপ বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250