সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

রোববার (৩রা ডিসেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় এ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। জেলার ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৫ জন।

এ কার্যক্রমে উপস্থিত আছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেয়ান মাহবুবুর রহমান এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাউল হক।

প্রথম ধাপে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইতে তিনটি বৈধ, দুটি অবৈধ ও একটি স্থগিত করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থীরা হচ্ছেন: আওয়ামী লীগের মোহাম্মদ আলী, স্বতন্ত্র (আওয়ামী লীগ) আয়েশা ফেরদাউস ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মোহাম্মদ মোজাম্মেল হক।

আয়কর রিটার্ন জমা না দেয়া এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর নাম-ঠিকানা না থাকায় আসনটিতে এনপিপির প্রার্থী তারিকুল ইসলাম এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র (আওয়ামী লীগ) প্রার্থী আমিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়নপত্র।

এদিকে, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শাসছুদ্দোহা, জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মোহাম্মদ মকছেদুর রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে আয়কর রিটার্ন জমা না দেয়ায় এ আসনে স্থগিত করা হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাকিল মাহমুদ চৌধুরীর।

অন্য আসনগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র পর্যায়ক্রমে যাচাই-বাছাই চলছে।

এসকে/ 

ওবায়দুল কাদের ঘোষণা মনোনয়ন বৈধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন