রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ওয়াইসি'র বিশেষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

শনিবার (১১ নভেম্বর) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি আরবে পৌঁছেছেন বলে প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওআইসি’র বিশেষ এই শীর্ষ সম্মেলনে যোগদানকারী দেশগুলোর নেতারা গাজার নিপীড়িত অসহায় মানুষের জন্য মানবিক ত্রাণ পাঠানোর উপায় নিয়েও আলোচনা করবেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার নিরপরাধ মানুষের ওপর ভয়াবহ বোমা হামলা শুরুর পর থেকে ইরানের প্রেসিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওআইসি’র বিশেষ সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছিলেন।

আরো পড়ুন: বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমনে বৈঠক বসতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

দখলদার সেনাদের বর্বর হামলায় এ পর্যন্ত গাজার ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০র বেশি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি হামলায় ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এই ভয়াবহ হত্যাযজ্ঞের পাশাপাশি ইহুদিবাদী সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং খাদ্য, বিদ্যুৎ এবং ওষুধসহ নিত্যপণ্যের জন্য মারাত্মক রকমের সংকট দেখা দিয়েছে।

গাজা যুদ্ধের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি গত সোমবার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, বর্ণবাদী ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার মূল পরিকল্পনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

এসকে/এসকে/ 


ইরান সৌদি আরব প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওআইসি সম্মেলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250