বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে বিদেশীদের জন্য এক্সক্লুসিভ জোন চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ উঠে এসেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। বুধবার (১০ মে) অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার  অংশ নেন।

আরো পড়ুন: ভবন নির্মাণের ক্ষেত্রে দৃশ্যমান স্থানেই বসাতে হবে ‘ফায়ার হাইড্রেন্ট’

বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়। কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এম এইচ ডি/ আইকেজে 

কক্সবাজার এক্সক্লুসিভ জোন সংসদীয় কমিটি

খবরটি শেয়ার করুন