সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবর দেওয়ার ২৮ বছর পর মিলল অক্ষত লাশ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে ২৮ বছর আগে দাফন করা লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই লাশ কবর থেকে উঠিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার ডেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দা সাহেব আলী খান (৭২) ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার ছেলে ইতালি প্রবাসী মোবারক হোসেন খান সাংবাদিকদের জানান, আমি দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছি। গ্রাম থেকে ফোনে আমাকে জানানো হয়, আমার বাবার কবরের ওপর দিয়ে রাস্তা যাচ্ছে। আমি কয়েকবার স্বপ্নেও দেখেছি বাবা বলেছে, আমার কবরের ওপর দিয়ে রাস্তা যাচ্ছে, তুমি আমার কবরটা এখান থেকে অন্য জায়গায় হস্তান্তর করো। তখন আমি আমার চাচা এবং গ্রামের লোকজনকে জানাই আমি দেশে এলে বাবার কবরটা এখান থেকে অন্য স্থানে স্থানান্তর করব।

রোববার ইতালি থেকে দেশে ফিরে স্থানীয় হুজুরদের সঙ্গে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে আত্মীয়স্বজন ও এলাকার লোকজন নিয়ে সকালে (সোমবার) কবর খুঁড়তেই দেখি সাদা কাপড় ও অক্ষত অবস্থায় বাবার লাশ। এরপর কবর থেকে লাশ উত্তোলন করে আমার মায়ের কবরের পাশে দাফন করি।

ওআ/


কবর

খবরটি শেয়ার করুন