শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : বৃষ্টি -সুয়ান আহাম্মেদ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

 বৃষ্টি 

 ——সুয়ান আহাম্মেদ

“বৃষ্টি” 

নামের মতোই তার সুবিশাল মন,

কথায় প্রশান্তির এক আশ্রয়,

“বৃষ্টি”  বৃষ্টির মতোই বন্ধুসুলভ;

যার সাথে থাকলে সময়টা ভালো যায়।

সে তৃষ্ণার্ত মনের যেন প্রশান্তি পুরোটায়!


“বৃষ্টি”

অসাধারণ এক মায়াবতী মেয়ে,

“বৃষ্টি” বৃষ্টির মতোই তার গুণ,

নিশ্চিত এক বন্ধুত্বের আগাম,

যার কোনো কিছুতে যাবে না চুকানো দাম।

“বৃষ্টি” তো তারই নাম!


“বৃষ্টি”

কিছু মানুষ অদ্ভুত এক ক্ষমতা নিয়ে জন্মায়,

যারা কথাতে মানুষের মন জয় করতে পায়,

“বৃষ্টি” তুমিও তাদের বাইরের কেউ নও,

তোমার কথাও শুনে সবাই একরাশ মুগ্ধতায়

আর ডুবে যায় সকলে তোমার কথারই নেশায়!


“বৃষ্টি”

মেয়েটি পজেটিভ থাকে যে সব সময়,

কথাতে যার কোনো অহংকারী মনোভাব নেই,

“বৃষ্টি” সুবিশাল ঐ আকাশের মেঘের মতোই সে,

যে সবার মনে জায়গা করে নেয় খুব সহজে।

যার গুণ লেগেই থাকে সবার মুখে মুখে!


“বৃষ্টি” 

তোমায় নিয়ে যত কথাই বলি না কেন?

তবু তোমার তুলনায় তা অতি নগণ্য,

“বৃষ্টি” তুমি ঐ রবের যেন বিশেষ এক সৃষ্টি

তাই হয়তো তুমিহীন একটা মনে লাগে ভীষণ শূন্য

সত্যি “বৃষ্টি” তোমার মতো বন্ধু পাওয়াটা জীবনে অনন্য!


“বৃষ্টি” 

যার কথা সব সময় থাকে বর্ণনাহীন,

যার তুলনা হয় না কখনো কিছুতেই,

“বৃষ্টি” সে তো তুলনাহীন এক বন্ধুর নাম

ভুলতে পারবে না কেউ তার সাথে কথা বলবে যেই

যার জন্য তার তুলনা সে নিজেই!


কবিতা "বৃষ্টি" সুয়ান আহাম্মেদ

খবরটি শেয়ার করুন