শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা : হাফছা রাহিমা —সুয়ান আহাম্মেদ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাফছা রাহিমা

——সুয়ান আহাম্মেদ 

একদিন এক মেয়ের সাথে আমার হলো পরিচয়,

ডিজিটাল মার্কেটিং নিয়েই যে সময় করে ব্যয়।

ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী সে ভালুকা সরকারী কলেজ,

পড়াশোনার পাশাপাশি আরও আছে ফ্রিল্যান্সিং নলেজ।


নম্র ভদ্র আচার আচরণে সে বড়ই গুণবতী, 

তার তুলনা হয় না কিছুই সে যেই হীরে মতি।

স্বপ্ন যে তার দূর সীমানার হাঁটছে দূরের পথে,

সেই ভাবনা ঘুমোতে দেয় না জেগে থাকে তাই রাতে।


দৃষ্টি যে তার পাখির মতো পড়ে থাকে সারাক্ষণ ল্যাপটপে,

স্বপ্নটাকে সত্যির লক্ষ্যে রোজ জেগে থাকতে হবে।

খুব সহজে এই শহরে কারো আসেনি সফলতা,

কত যে প্রহর নির্ঘুম কাটিয়েছে সেটা তার'ই যথার্থতা।


ফুটফুটে ঐ মিষ্টি মেয়ের হাফসা রাহিমা নাম,

এই শহরে এখন যে তার আছে একটা দাম।

ধীরে ধীরে সে সকল কাজেই হচ্ছে যে সফল,

এমন'ই খুশির খবর হোক তার প্রতিটি কাজের প্রতিফল।


এমন'ই ভাবে সব পূর্ণতা পাক স্বপ্নগুলো তার,

সুখে-দুঃখে মুখে লেগে থাকুক হাসিটা আবার।

ছোট ছোট স্বপ্নগুলো তার যেনো সত্যি হয়ে যা,

সে যে আমাদের ভালুকার মেয়ে হাফছা রাহিমা।

আরো পড়ুন : কবিতা: নিষিদ্ধ (আমি) —খোকন কুমার রায়

কবিতা সুয়ান আহাম্মেদ

খবরটি শেয়ার করুন