সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: ইটিস পিটিস, ফুঁ – খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইটিস পিটিস, ফুঁ
 

-খোকন কুমার রায় 

তুই ইটিস পিটিস ফুঁ মেরে
নাড়াস সারাক্ষণ 
হৃদয় যদি চায় তুই 
কর রে আয়োজন! 
ও তোর অঙ্গ ভঙ্গি কত ঢংয়ে
ভরে না এই মন
ভাবনায় কিছু না থাকলে
করিস না জ্বালাতন!
তোর ইশারাতে চোখ মারাতে
দোলে এই মন
তুই থাকিস না রে দূরে দূরে
হয়ে যা স্বজন!
তোর ফাঁকি ঝুকি আর কত কি
বুঝে না সরল মন
অবুঝ প্রেম চায় শুধু
তোর নদীতে প্লাবন!

আরো পড়ুন: কবিতা: ‘ঘুড্ডি’ – খোকন কুমার রায়

কবিতা ইটিস পিটিস ফুঁ খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন