সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: কিছু কিছু -খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিছু কিছু 

খোকন কুমার রায় 

কিছু গল্প অপ্রকাশিত থাকুক

কিছু চাওয়া অন্ধকারেই ঢাকুক

কিছু ভাবনা থাকুক না অন্তরালে

কিছু পিছুটান ডাকুক আড়ালে! 


কিছু আশা থাকুক না অপূর্ণ 

কিছু স্বপ্ন হোক না বিবর্ণ

কিছু ছন্দ ফিরুক কেঁদে কেঁদে

কিছু অভিমান থাকুক রাত জেগে!


কিছু মুহূর্ত হাতছানি দিয়ে ডাকে 

কিছু অনুভূতি জাগে হৃদয় মাঝে 

কিছু কষ্ট ভাসে দীর্ঘশ্বাসে

কিছু আশ্বাস রয় যে বিশ্বাসে!


কিছু স্পর্শ এখনো রয় যে লেগে

কিছু স্মৃতি জাগায় সুখ, রোমন্থনে

কিছু ব্যাথা থাকে সঙ্গোপনে

কিছু আনন্দ থাকে শিহরণে!

আরো পড়ুন: কবিতা:‌‌ প্রজাপতির আলিঙ্গন –শুভাশীষ কুমার চ্যাটার্জী


কবিতা কিছু কিছু খোকন কুমার রায়

খবরটি শেয়ার করুন