সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: চার দিন আয়ু-শুভাশীষ কুমার চ্যাটাজী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘চার দিন আয়ু’

শুভাশীষ কুমার চ্যাটাজী


চার দিন আয়ু করেছি ভিক্ষা 

ধরনী দেখার কাজে 

দুই দিন তার পার হয়ে গেছে 

তোমায় খোঁজার মাঝে।


বাকি দুই দিন পড়ে আছে আরো

সামনে রাস্তা খালি

চেয়ে  থাকি কখন 

দিয়ে যাবে তুমি তোমার আশিস ঢালি।


সকালের ফুল বিকালে শুকায় সন্ধ্যা বেলায় নাই

ডাক দিতে শুধু থাকে যত বাকি যাচ্ছি তো আমি যাই।


ছোট্ট জীবন আশাই শুধু সামনের পথে টানে 

সমানুভুতির  মানব জীবন মহান  আকাশ আনে।


তোমাকে খুঁজেছি বাইরে বৃথাই সারাটি জীবন ভরে

দেখিনি কখনো তুমি যে রয়েছ আমার হৃদয় ধরে।


আমি তো চেয়েছি লম্বা জীবন আগের দিনের মত 

তুমি তো বলেছ  নশ্বর দেহ ফুল শুকানোর ক্ষত।


অসীম  আত্মা  খালি ফিরে যাবে এটাই খোদার ফজল

সেই আশাতেই কান পেতে শুনি পুরনো দিনের গজল।


যাওয়ার কথা ভেবেই শুধু মন লাগে না কাজে

চলতি পথের যাত্রি শুধু  বিরতি দুদিন মাঝে।

আরো পড়ুন: কবিতা: বরষার সুর -খোকন কুমার রায়

কবিতা চার দিন আয়ু শুভাশীষ কুমার চ্যাটাজী

খবরটি শেয়ার করুন