সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: রঙের বদল-নীলিমা শীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

 রঙের বদল

-- নীলিমা শীল

আকাশ আবার সাজছে নীলে

সাদা মেঘ সব যাচ্ছে উড়ে

নীল চাদরের উপর দিয়ে

মিলবে ওরা কোথাও গিয়ে।


নদীর জলও উঠছে হেসে

শাপলা শালুক পদ্ম দেখে

শিউলি তলার দুর্বা ঘাসে 

লাগছে শিহর সুবাস মেখে।


বনে বনে ফুটছে এখন

বেলি চাঁপার নরম কলি

তাদের দেখে উড়বে সেথায়

নানান রঙের মুগ্ধ অলি।


কেউ জানে না কখন আবার

আকাশখানা কালো হবে

ঝরবে তখন অঝোর ধারায়

রং বদলে মানুষও কাঁদায়।


আরো পড়ুন: কবিতা: আমিও বনফুলের দলে -খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

খবরটি শেয়ার করুন