কান উৎসবের পোস্টার ছবি: ফেস্টিভ্যাল দ্যু কান
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর শুরু হতে যাচ্ছে ১৬ মে। কানের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বিশ্বের বিভিন্ন দেশের স্টল বসে। এবারে প্রথমবার থাকবে বাংলাদেশের অফিশিয়াল স্টল। উৎসবটির বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রয়াস চালানো হবে। এরই মধ্যে সরকারিভাবে স্টল বরাদ্দের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এবার শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। এমনটাই জানিয়েছেন বিএফডিসির চিফ অব ফ্লোর অ্যান্ড সেট ও জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। ১৬ মে শুরু হয়ে মার্শে দ্যু ফিল্মের আনুষ্ঠানিকতা চলবে ২৪ মে পর্যন্ত। তবে উৎসবের পর্দা নামবে ২৭ মে। গত বছর ভারতীয় স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব—দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার উদ্বোধন করার সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ঘোষণা দিয়েছিলেন এ বছর কানে বাংলাদেশের স্টল থাকবে। এবারে সে কথাই রাখতে যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আরো পড়ুন: ফজলু মাঝির সারি গান নিয়ে কোক স্টুডিওর ভিন্ন আয়োজন
এবারের কান উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন দুবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাস। ১৬ মে কানের ৭৬তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে সম্মান জানাবে আয়োজকরা। বর্ণাঢ্য ক্যারিয়ার ও সিনেমার জন্য নিবেদনের স্বীকৃতি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম পেতে যাচ্ছে এ অভিনেতা। এবারের কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু ব্যারি’।
এবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চারটি প্রামাণ্যচিত্র ও একটি টিভি সিরিজ। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র। এবারের উৎসবে মূল প্রতিযোগিতায় এশিয়ার দেশগুলো থেকে স্থান পেয়েছে জাপানের ‘মনস্টার’, চীনের ‘ইয়ুথ’।
নবীন নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমার জন্য রয়েছে ‘আঁ সার্তে রিগা’। এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এই বিভাগে প্রতিযোগিতা করেছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’।
এম এইচ ডি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন