শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কিডনি ড্যামেজ থেকে বাঁচতে আজই এই বদভ্যাসগুলো ছাড়ুন

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। এ অঙ্গের কার্যক্রমে কোনো সমস্যা হলে শরীরে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ–আগে থেকেই কিডনি সুরক্ষায় পদক্ষেপ নেয়া উচিত। আর একটু সচেতন হলেই কিডনি সুস্থ রাখা সম্ভব। এ জন্য যথাযথ খাদ্যতালিকা ও জীবনযাপনে নিয়ম মেনে চলতে হবে, যাতে কিডনির ওপর চাপ না পড়ে।

কিডনি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। কিডনির রোগকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। কারণ, কিডনির সমস্যা হলে তা প্রথম অবস্থায় ধরা পড়ে না। পরে সমস্যা অনেক বেশি হয়ে গেলে ধরা পড়ে। কিডনির সমস্যা হতে শুরু করলেই দ্রুত বাড়তে থাকে সমস্যা; সে জন্য কিডনি সুস্থ রাখা খুবই জরুরি। কিডনি ড্যামেজ থেকে রক্ষা পেতে আজই সচেতন হোন।

কিডনি ড্যামেজ হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদ্রোগ এবং উচ্চ রক্তচাপের কারণে মানুষের কিডনির ক্ষতি হয়। কিডনির সুস্থতার জন্য একটা সময়ের পর বিশেষ করে যারা চল্লিশোর্ধ্ব তাদের রক্ত ও প্রস্রাব নিয়মিত পরীক্ষা করা উচিত। কারণ, এই সময় পর থেকে মানুষের শরীরে নানাবিধ রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে, বিশেষ করে ডায়াবেটিস। আর এ রোগটি অন্যান্য রোগের কারণও হয়ে দাঁড়ায়। বিশেষ করে কিডনির ক্ষেত্রে বেশি। কিডনির কাজ হলো আমাদের শরীরের তরল ফিল্টার করা। আর সেটি যদি বিকল হয়ে যায়, তাহলে জীবনটা সংকীর্ণ হয়ে যায়। মানবদেহে দুটি কিডনিরই বিশেষ গুরুত্ব রয়েছে। তাই সেগুলোর যত্ন নেয়া খুবই জরুরি।

কিডনি ফেইলিউর প্রতিরোধের উপায়–

নিজেকে সুস্থ রাখুন এবং শারীরিক কার্যকলাপে ঘাটতি হতে দেবেন না। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। কারণ, এটি কিডনির সুস্বাস্থ্যের প্রথম ধাপ। সুগার লেভেল (ডায়াবেটিস) নিয়ন্ত্রণে রাখুন। কারণ, ডায়াবেটিস রোগীদের কিডনি সংক্রান্ত সমস্যার ঝুঁকি বেশি থাকে। প্রতিদিনের খাবারে শুধু স্বাস্থ্যকর খাদ্য অন্তর্ভুক্ত করুন, এটি স্বাস্থ্যের মূলমন্ত্র। পানি পান খুব কম বা অতিরিক্ত হতে দেবেন না, এটি কিডনি ফিল্টার করতে অসুবিধা সৃষ্টি করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। দেহের ওজন বাড়তে দেবেন না, যতটা সম্ভব পেটের মেদ কম রাখার চেষ্টা করুন। প্রতিদিনের লবণ খাওয়া নিয়ন্ত্রণ করুন। কারণ, এটি রক্তচাপ বাড়ায়। চিকিৎসকদের মতে, দিনে মাত্র চার গ্রাম লবণ খাওয়া উচিত। ব্যাড লাইফস্টাইল পরিবর্তন করুন এবং সঠিক রুটিন অনুসরণ করুন। শুধু টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন, বাসি খেলে কিডনির ক্ষতি হবে।

আরো পড়ুন: ফ্রিজ ছাড়াও ডিম ভালো রাখবেন যেভাবে

সিগারেট, বিড়ি, হুক্কা বা অন্য কোনো উপায়ে ধূমপান থেকে বিরত থাকুন বা চেষ্টা করুন। এমনকি অ্যালকোহল সেবনও কিডনির ক্ষতির অন্যতম বড় কারণ। তাই নেশা এড়িয়ে চলুন।  কিছু ওষুধ কিডনির ক্ষতি করতে পারে তাই খাওয়ার আগের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন