শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

কুয়েতের নতুন আমিরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

কুয়েতের নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। দেশটির প্রয়াত আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুর পর তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

অভিনন্দন জানিয়ে লিখা চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমির হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের সর্বোচ্চ পদে আপনার যোগদান কুয়েতের ভ্রাতৃপ্রতীম জনগণের দ্বারা আপনার বিচক্ষণতা এবং গতিশীল নেতৃত্বের প্রতি আস্থার প্রমাণ।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্কের সূচনার পর থেকে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক সহযোগিতা ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব দ্বারা চিহ্নিত, যা বহু বছর ধরে মানুষের কর্মসংস্থানসহ অনেক ক্ষেত্রে বিকশিত হয়েছে। সম্পদ, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতা নিয়ে দুই দেশ পাশাপাশি আছে।

আরো পড়ুন: কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ

আগামী দিনেও সহযোগিতার এই সম্পর্ক বিদ্যমান থাকবে এমন আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আপনি যখন নতুন দায়িত্ব গ্রহণ করছেন, আমি আপনাকে ও কুয়েতের জনগণকে আগামী দিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

গত ১৬ই ডিসেম্বর শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে দায়িত্ব পান ক্রাউন প্রিন্স ৮৩ বছর বয়সী শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।

এসকে/ 

কুয়েত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন আমির মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন