বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কেন ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারিতে ব্যস্ত যুবক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তির এই যুগে ফুড ডেলিভারিতে সাধারণ বাইক, কার, সাইকেল ব্যাবহার প্রায়শই নজরে পড়ে। কিন্তু এই কাজে ঘোড়াকে কাজে লাগানো হয় শুনলে যে কেউ আশ্চর্য হবেন। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে। 

ট্রাক চালকদের আন্দোলনের কারণে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের সংকট। পাম্পের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। এমন অবস্থায় ঘোড়ায় চড়েই খাবার ডেলিভারি দিতে রওনা দিলেন এক এজেন্ট। ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারির ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বুধবার (৩রা জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম বলছে, নতুন পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদে কয়েকদিন ধরেই রাস্তায় বিক্ষোভ করছেন ট্রাক চালকরা। পাশাপাশি ট্রাক চালানোও বন্ধ রেখেছেন তারা।

আরো পড়ুন: যে বাল্ব জ্বলছে ১২৩ বছর ধরে!

আর এরই জেরে হায়দরাবাদের বিভিন্ন অংশ পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল পৌঁছাতে পারেনি। ফলে বন্ধ ছিল বহু পেট্রোল পাম্প। আবার যেসব পাম্প খোলা ছিল সেখানেও গত কয়েকদিনে কর্মীদের কার্যত নাভিশ্বাস উঠে যায়। হায়দরাবাদসহ মহরাষ্ট্রের মুম্বাই, উত্তর প্রদেশের লখনৌর পাশাপাশি ভারতের একাধিক শহরে একই দৃশ্য দেখা গেছে।

এমন অবস্থায়ই হায়দরাবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের ওই ডেলিভারি বয় ঘোড়ার পিঠ চড়ে খাবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছেন। ব্যস্ত রাস্তায় ঘোড়ায় চড়ে গন্তব্যের দিকে যাচ্ছেন তিনি। তার কাঁধে জোম্যাটো নামে একটি অনলাইন খাবার ডেলিভারি সংস্থার ব্যাগ। ওই ডেলিভারি বয়কে দেখে রাস্তায় অনেকেই থমকে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ করেছেন ভিডিও।

এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে এক ব্যক্তি লিখেছেন, ‘হায়দরাবাদে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় ডেলিভারি বয় ঘোড়ার পিঠে চেপে গন্তব্যে যাচ্ছেন। এই দৃশ্য ইম্পেরিয়াল হোটেলের বিপরীতে অবস্থিত চঞ্চলগুড়ায়। হিট অ্যান্ড রান নিয়ে নতুন আইনের বিরোধিতায় ট্রাক চালকদের আন্দোলন চলছে। এর জেরে পেট্রল পাম্পে লম্বা লাইন লেগে গেছে। আর তারই জেরে এমন দৃশ্য দেখা গেল।’

সূত্র:এনডিটিভি 

এইচআ/ আই. কে. জে/ 

তেলেঙ্গানা ঘোড়া ফুড ডেলিভারি

খবরটি শেয়ার করুন