সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ারে সফল হতে মেনে চলুন এই ৭ টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি-প্রতীকী

ভালো একটি কর্মক্ষেত্রের স্বপ্ন থাকে সবারই। স্বপ্নের চাকরি পেতে সবাই বিষয়ভিত্তিক পড়াশোনাও করে থাকে। স্বপ্নের চাকরিটা পেতেও চেষ্টা চালিয়ে যায় সবাই, তবে ক’জন স্বপ্নকে সত্যি করতে পারে?

তবে স্বপ্নকে ধরতে পারে না তাদের কিছু ব্যক্তিগত ও ভাবনাগত কিছু অভাবের কারণে। অভাবগুলো এতোটাই তীব্র হয় যে, পুরোদমে বিকল করে দেয় ২০-২৫ বছর ধরে পুষে রাখা স্বপ্নের চাকরিটা পেতে। অনাকাঙ্ক্ষিত এইসব অভাবগুলোকে জয় করেই আমাদেরকে স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে হবে। ভাল ক্যারিয়ার গড়তে এ ধরনের অনেক বিষয়ই বিবেচ্য।

ধরা যাক, আপনি অনেক বছর ধরে এক জায়গায় চাকরি/কাজ করছেন- এতে মনে হতে থাকে যে আপনি আটকে গেছেন। আপনি নিজের জায়গায় থেকে দেখবেন অন্যরা এগিয়ে যাচ্ছে। 

অন্যদিকে অনেকেই হয়তো থেমে আছে, যেখানে চাইলেই অনেক কিছুই করা যায়। আপনার লক্ষ্য অর্জিত হলে আর্থিক সুবিধা, ভালো লাইফস্টাইল এবং নতুন পদবী অর্জন করতে পারবেন।  কিন্তু সেজন্যে অনেক কর্মঠ হতে হবে। যদি ক্যারিয়ারে উন্নতি করতে চান তবে মেনে চলুন এই ৭ উপায়-

১. ক্যারিয়ার পরিকল্পনা

প্রথমত, ক্যারিয়ার গঠন এবং তার উন্নতির পরিকল্পনা করতে হবে। এটি আপনার জীবনের লক্ষ্য বুঝতে এবং সেখানে পৌঁছাতে সাহায্য করবে। নিজের চাওয়াগুলো খুঁজুন এবং ভেবে দেখুন যে নিজেকে আসন্ন বছরগুলোতে কোথায় দেখতে চান।

আপনার ক্যারিয়ারের বর্তমান এবং ভবিষ্যত প্ল্যান কী? আপনার লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করুন। হতে পারে তা নতুন কোনো চাকরি খোঁজা অথবা বর্তমান কর্মস্থলেই উন্নতির চেষ্টা করা। যা-ই করুন না কেন আপনার কাজ যেন মানানসই হয় এবং লক্ষ্য পূরণ করে সেদিকে খেয়াল রাখবেন। 

২. আপনি কী চান

প্রত্যাশিত অগ্রগতি না হলেও হাল ছাড়বেন না। নতুন করে শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কী চান। সেই অনুযায়ী লক্ষ্যে এগিয়ে যান, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।  শুধু কাজে ভালো করেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কাজের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে খোঁজ খবর রাখতে হবে ক্যারিয়ারের অগ্রগতির জন্য।

৩. নেটওয়ার্কিং বাড়ান

আপনার ক্যারিয়ারের অগ্রগতির জন্য নেটওয়ার্কিং-এর অবদান অনেক গুরুত্বপূর্ণ। এতে আপনার ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ বাড়বে। নেটওয়ার্কিং-এর মধ্যে অনলাইন নেটওয়ার্কিং অন্যতম। এজন্য আপনার অনলাইন প্রফাইলটি উন্নত করুন।

৪. দক্ষতা বাড়ান

নিজেকে উন্নত করার মাধ্যমে ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন। পারফর্মেন্স স্কিলস বাড়ানোর মাধ্যমে আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন। বই পড়া, নিজের কাজের সঙ্গে সম্পর্কিত অনলাইন কোনো কোর্স করা, যেকোনো বিষয়ে প্রয়োজনমাফিক যোগ্যতা বাড়ানো বা প্রশিক্ষণে অংশ নেওয়া ইত্যাদি ক্যারিয়ার গঠনে সাহায্য করবে।

 ৫. নতুন চ্যালেঞ্জ নেওয়া

চ্যালেঞ্জের সঙ্গে দ্বায়িত্বশীল হয়ে নতুন কাজ করুন। এতে করে আপনি সব রকম পরিস্থিতিতে চ্যালেঞ্জের সঙ্গে কাজ করতে পারবেন। এতে আপনার দায়িত্বশীলতা এবং সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারার যোগ্যতাও প্রকাশ পাবে। ক্যারিয়ার অগ্রসর করতে যতটা সম্ভব নতুন নতুন কাজ করুন। পরবর্তীতে এই কাজগুলো ক্যারিয়ারের অগ্রগতিতে সাহায্য করবে।

৬. আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন

কাজে দক্ষ হওয়ার পাশাপাশি আপনাকে আত্মবিশ্বাসীও হতে হবে। দ্বিধা কমিয়ে নিজের কাজের দক্ষতা এবং ক্ষমতা নিয়ে ক্যারিয়ার গড়ে তোলার সময় এখনই। আত্মবিশ্বাসী মানুষেরা ঝুঁকি নিতে পছন্দ করে, আপনিও তাদের একজন হয়ে উঠুন। সেইসঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিলস বাড়িয়ে তুলুন। জড়তা না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে মন খুলে কথা বলুন।

আরো পড়ুন: বাবা-মা আপনার প্রিয়জন, প্রয়োজন নয়

৭. ইতিবাচক থাকুন

ইতিবাচক মানুষের সঙ্গে সবাই কাজ করতে পছন্দ করে। সহকর্মীদের পছন্দের একজন হয়ে উঠলে আপনার পদোন্নতির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন। আপনার সহকর্মী বা বসকে সাহায্য করুন যাতে বোঝা যায় যে আপনার মধ্যে দলনেতা হওয়ার বৈশিষ্ট্য রয়েছে। এতে কাজের প্রতি আপনার আগ্রহও প্রকাশ পাবে।

এসি/ আই.কে.জে

ক্যারিয়ার

খবরটি শেয়ার করুন