সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

খোলাবাজারে ৩৫ টাকায় আলু বিক্রি শুরু, স্বস্তিতে ক্রেতারা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রংপুরে সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে এক টাকা কমে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় রংপুর নগরীর কাচারিবাজার প্রধান ডাকঘরের সামনে ট্রাকে করে এ আলু বিক্রি শুরু হয়।

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

জানা যায়, প্রতিদিন নগরীতে ৩ টন করে চার ট্রাকে ১২ টন আলু খোলাবাজারে বিক্রি করা হবে। এরমধ্যে নগরীর কাচারিবাজার প্রধান ডাকঘর, জাহাজকোম্পানি মোড় মুক্তিযোদ্ধা ভবন ও শাপলা চত্বরে স্থায়ীভাবে ট্রাকে করে আলু বিক্রি হবে। একটি ট্রাক ভ্রাম্যমাণ হিসেবে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্রি করবে।

এদিকে খোলাবাজারে ন্যায্যমূল্যে আলু কিনতে পেরে অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আলু কিনতে আসা টিপু বলেন, বাজারে ৪৫-৫০ টাকা আলু কিনতে হচ্ছে। এখানে ৩৫ টাকা কেজি দরে আলু কিনতে পারছি। তাতে প্রতি কেজিতে ১০-১৫ টাকা সাশ্রয় হচ্ছে।

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বদিচ্ছা থেকে খোলাবাজারে ৩৫ টাকা দরে আলু বিক্রি শুরু করা হয়েছে। এটি কোল্ডস্টোরেজে যতদিন আলু থাকবে, ততদিন এইভাবে আলু বিক্রি করা হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, বাজারে আলুর অস্থিরতা রোধে ইতোমধ্যে কোল্ডস্টোরেজ মালিক ও ব্যবসায়ী এবং চাষিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। বাজারে আলুর দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। এরমধ্যে রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৩৫ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক দিন খোলাবাজারে আলু বিক্রি হলে বাজারে আলুর চাহিদা কমবে, তখন দামও কমে আসবে। এ সময় তিনি ন্যায্যমূল্যে খোলাবাজারে আলু বিক্রির জন্য রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

ওআ/

আলু

খবরটি শেয়ার করুন