সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার

গরমে ত্বকের যত্নে পাউডার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গরমে ত্বক সুরক্ষায় পাউডার অনেক কাজে দেয়। ত্বকের জ্বালাপোড়া, অতিরিক্ত ঘাম, ঘামাচির যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া যায় পাউডারে।

দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে। এর সঙ্গে ঘাম ও ঘামাচি বেশি হচ্ছে। ঘামের গন্ধে অস্বস্তি বাড়তে থাকে। শুধু তা-ই নয়, গরমে ত্বকের একাধিক সমস্যা এসে কড়া নাড়ে। অ্যালার্জির সমস্যা বাড়ে, মুখ, হাত লাল হয়ে যায়। ঘামাচির মতো ছোট ছোট ফুস্কুড়ি দেখা দেয় ত্বকে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে ডিওডোরেন্ট ও ট্যালকম পাউডার ব্যবহার করেন অনেকে।

গরমে সুরভিত অনুভূতি এনে দিতে ট্যালকম পাউডারের ব্যবহার নতুন নয়। যাঁরা গরমে নিয়মিত বাইরে কাজে বের হন তাঁদের জন্য ফুরফুরে, তরতাজা ভাব এনে দেবে ট্যালকম পাউডারের ব্যবহার। গরমে ঘাম হওয়াটাই স্বাভাবিক। আবার ঘাম থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। গরমে ঘাম থেকে ঘামাচির সমস্যা বেশি হয়। কাপড়ের সঙ্গে ঘষা লেগে ঘামাচি গলে অনেক সময় ত্বকে জ্বালাপোড়া হয়। এই জ্বালাপোড়া থেকে বাঁচতে ট্যালকম পাউডার কাজে দেয়। এ জন্য পোশাক পরার আগে ত্বকে পাউডার ছিটিয়ে নিতে পারেন। উপকার পাবেন। গরমের সময় ঘুমানোর আগে বিছানার চাদরে কিছু ট্যালকম পাউডার ছিটিয়ে দিতে পারেন। ভালো ঘুম হবে। ঘাম শোষণ থেকে শুরু করে চাদরের সঙ্গে ত্বকের ঘর্ষণের সমস্যাও দূর করে পাউডারে থাকা উপাদান।

অনেকের ত্বক পাতলা এবং সংবেদনশীল। তাঁদের গরমে বেশি নাজেহাল হতে হয়। রোদে গেলে ত্বকে জ্বালাপোড়া শুরু হয়। রোদ থেকে এসে দীর্ঘক্ষণ ফ্যানের নিচে বসে থাকলে আরাম লাগে। অনেকে ত্বকে বরফ ঘষে জ্বালাপোড়া কমানোর চেষ্টা করেন। ত্বকে এজাতীয় সমস্যা থাকলে গোসলের পরপরই পাউডার লাগাতে পারেন। এতে পাউডারের কার্যকারিতা দীর্ঘ সময় থাকবে। চাইলে রোদে যাওয়ার কিছুক্ষণ আগেও ত্বকে পাউডার লাগাতে পারেন।

আরো পড়ুন: গরমে ঘুরতে গেলে যে বিষয়গুলো মানা জরুরি

পাউডারে থাকা বিভিন্ন উপাদান গরমে ত্বক ঠাণ্ডা রাখতে সাহায্য করে। পাউডার লাগালে ত্বকে ঘামও কম হয়। ত্বকে অত্যধিক আর্দ্রতা থেকে বাঁচাতে পারে ট্যালকম পাউডার। এতে থাকা উপাদানগুলোর আর্দ্রতা শোষণ করার ক্ষমতা রয়েছে। ঘাম থেকে ত্বকে ফাঙ্গাস ও ছত্রাক আক্রমণে সুরক্ষা দিতে পারে পাউডারে থাকা বিভিন্ন উপাদান। পাউডারের সুগন্ধযুক্ত উপাদান ঘামের গন্ধ থেকে মুক্তি দেবে আপনাকে। এখন বিভিন্ন গন্ধযুক্ত ট্যালকম পাউডার কিনতে পাওয়া যায়। ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের জন্য এমন সুগন্ধযুক্ত ট্যালকম পাউডার এনে দেবে ফুরফুরে আর তরতাজা অনুভূতি।

এম এইচ ডি/

গরম ত্বকের যত্ন পাউডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন