রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গানের তালে বগুড়ায় হয়ে গেলো গরুর র‌্যাম্প শো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

সাধারণত র‍্যাম্প শো মানেই নানা ধরনের পোশাকে মডেলদের ক্যাটওয়াক। কিন্তু বগুড়ার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী র‍্যাম্প শো। যেখানে গরুরা হেঁটেছে গানবাজনার তালে।

শুক্রবার (৮ই ডিসেম্বর) ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস বিনোদন পার্কে হাজির হয়েছিলেন কয়েকশ দর্শক।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) উদ্যোগে আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ গরু মেলা। আজ দুপুর সাড়ে ১২টায় এ মেলা উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোশিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ ও মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডা. এফ এইচ আনসারী, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা।

মেলা প্রাঙ্গণে সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে ছিল ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু। তবে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরু। আমেরিকার টেক্সাসে জন্ম নেওয়া ব্রাহমা জাতের একটি ষাঁড় গরু এনেছিলেন বগুড়ার আর কে অ্যাগ্রোর রাহাত খান। দুই বছর আগে বিমানে গরুটি বগুড়ায় আনা হয়েছে। এর ওজন বর্তমানে এক টনের মত। এছাড়া ভারতের রাজস্থান থেকে আনা ক্যাংগ্রাস নামে গরুকে ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে। মিজান অ্যাগ্রো গরুটি নিয়ে এসেছে। তারা ৬টি গরু এনেছে।

এ মেলার বিশেষ আকর্ষণ ছিল গরুর র‌্যাম্প শো। বিকেল সাড়ে ৪টায় এই র‌্যাম্প শোর আয়োজন করা হয়। চারিদিকে দর্শক, মাঝে বিশেষ মঞ্চ। আর সেখানে হাঁটানো হয়েছে গরুগুলোকে। এ সময় গরুর মালিকরা তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দিচ্ছিলেন।

মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, মেলায় দুই শতাধিক স্টল রয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলার খামারিরা তাদের আকর্ষণীয় গরু, ছাগল, ঘোড়া, ভেড়া ও দুম্বাসহ নানা পশু মেলায় এনেছেন। এখানে অংশ নিয়েছেন দুই শতাধিক খামারি। প্রান্তিক পর্যায়ে এমন অনুষ্ঠানের মাধ্যমে খামারিরা আরও সমৃদ্ধ হবে।

ওআ/

র‌্যাম্প শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন