সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

গায়ক অনুপমের পোস্টকে ঘিরে যত আলোচনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টেনে আচমকা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী৷ তাদের বিয়ে ভাঙার পেছনে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। দীর্ঘদিন ধরে তাদের দুজনের প্রেমের গুঞ্জনও শোনা যায়।

অবশেষে সোমবার বিকেলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর মাঝেই ভাইরাল হয়েছে তাদের বিয়ের এক দিন আগে দেওয়া অনুপমের পোস্ট।

গত সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অনুপম লেখেন, 'নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়। - অরিন্দম চক্রবর্তী।'

পোস্টে অরিন্দম চক্রবর্তীর 'ভাতকাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস' বইটির ছবি দেন তিনি। দুই বছর আগে ডিভোর্সের ঘোষণা দিয়ে অনুপম জানিয়েছিলেন, বিয়ে ভাঙলেও বন্ধুত্বটা তাদের অটুট থাকবে।

তবে আদৌ কি পিয়ার সঙ্গে কোনো বন্ধুত্ব থাকবে অনুপমের?—এমন প্রশ্নই করছেন ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালে ঘূর্ণিঝড় যশের সময়ে ত্রাণ দিতে সুন্দরবনে গিয়েছিলেন পরমব্রত। সেখানে অনেকের সঙ্গে পিয়াও ছিলেন। তখন থেকেই দু'জনের মধ্যে সখ্য গড়ে ওঠে। 

পরে পরস্পরকে সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে। উত্তরবঙ্গ ও লন্ডনে শুটিংয়ের সময়ে পরমব্রতর সঙ্গে পিয়াও গিয়েছিলেন বলে শোনা যায়।

পিয়ার সঙ্গে সম্পর্কের খবরকে 'গুজব' বলে উড়িয়ে দিয়েছিলেন পরমব্রত। প্রকাশ্যে এ নিয়ে বিরক্তিও জানিয়েছিলেন তিনি। বলেছিলেন পিয়াকে তিনি 'ভালো বন্ধু' হিসেবেই চেনেন।

আরো পড়ুন: এতদিন পর্দার নায়ক ছিলাম এবার মাঠের নায়ক হবো : ফেরদৌস

৪৩ বছর বয়সী পরমব্রতের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ ছিল দর্শকদের, ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পরমব্রত। পরে বিদেশিনী চিকিৎসক ইকার সঙ্গে লম্বা সময় সম্পর্কে ছিলেন, একটা সময় তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে যায়।

পিয়া চক্রবর্তী পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী। শখের বশে গানও করেন তিনি। তবে গানকে পেশা হিসেবে নেননি তিনি; কাজের অবসরে গান করেছেন।

এসি/ আই. কে. জে/ 


অনুপম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250