শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

গোয়েন্দা তথ্য সংগ্রহে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ সফল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নূর-৩ ইমেজিং স্যাটেলাইট তৈরি ও সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে ইরান। স্যাটেলাইটটি উৎক্ষেপণের দায়িত্বে ছিলো ইরানের সেনাবাহিনীর এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নূর সিরিজ স্যাটেলাইটের অন্যতম এই স্যাটেলাইটটি গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করবে।  

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মহাকাশে নূর-৩ নামে একটি ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ইরান। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর পশ্চিমাদের প্রতি হুংকার দিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্যদিয়ে শত্রুদের হুমকি ও নিষেধাজ্ঞার অসারতাই প্রমাণিত হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের টেলিযোগাযোগমন্ত্রী ইসা জারেপুর জানান, ইমেজিং স্যাটেলাইট নাম নুর-৩ পৃথিবী থেকে ৪৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনী ঘরোয়াভাবে তৈরি কাসেড রকেটে করে সেটি মহাকাশে উৎক্ষেপণ করে।

অত্যাধুনিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ও কক্ষপথে স্থাপনের বিষয়টিকে ‘জাতীয় সফলতা’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই সঙ্গে তিনি বলেছেন, এর মধ্যদিয়ে ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি-ধামকি ও আরোপিত নিষেধাজ্ঞার অসারতাই প্রমাণ হয়েছে।

রাইসি বলেন, শত্রুরা বিচিত্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তিসহ বৈজ্ঞানিক উন্নয়নের পথে বাধা দিতে চেষ্টা করেছে। কিন্তু সেসব চেষ্টা কোনো কাজে আসেনি। ইরান শত্রুদের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মহাকাশ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে- শত্রু বলতে পশ্চিমা দেশগুলোকেই ইঙ্গিত করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করে স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কার্যকলাপ থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েও আসছে ওয়াশিংটন। যদিও ইরানের দাবি, কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই তারা স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেট পরীক্ষা করছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নূর-৩ স্যাটেলাইট সফলভাবে নির্মাণ ও কক্ষপথে স্থাপনের জন্য দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে দেশে মহাকাশ শিল্পের দ্রুত বিকাশের পথ প্রশস্ত করার অনুরোধ জানিয়েছেন।

এসকে/

ইরান যুক্তরাষ্ট্র স্যাটেলাইট প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250