ছবি : সংগৃহীত
নূর-৩ ইমেজিং স্যাটেলাইট তৈরি ও সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে ইরান। স্যাটেলাইটটি উৎক্ষেপণের দায়িত্বে ছিলো ইরানের সেনাবাহিনীর এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নূর সিরিজ স্যাটেলাইটের অন্যতম এই স্যাটেলাইটটি গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজ করবে।
পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই গত বুধবার (২৭ সেপ্টেম্বর) মহাকাশে নূর-৩ নামে একটি ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে ইরান। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর পশ্চিমাদের প্রতি হুংকার দিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্যদিয়ে শত্রুদের হুমকি ও নিষেধাজ্ঞার অসারতাই প্রমাণিত হয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ইরানের টেলিযোগাযোগমন্ত্রী ইসা জারেপুর জানান, ইমেজিং স্যাটেলাইট নাম নুর-৩ পৃথিবী থেকে ৪৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বাহিনী ঘরোয়াভাবে তৈরি কাসেড রকেটে করে সেটি মহাকাশে উৎক্ষেপণ করে।
অত্যাধুনিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ও কক্ষপথে স্থাপনের বিষয়টিকে ‘জাতীয় সফলতা’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই সঙ্গে তিনি বলেছেন, এর মধ্যদিয়ে ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি-ধামকি ও আরোপিত নিষেধাজ্ঞার অসারতাই প্রমাণ হয়েছে।
রাইসি বলেন, শত্রুরা বিচিত্র নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে অর্থনৈতিক ও মহাকাশ প্রযুক্তিসহ বৈজ্ঞানিক উন্নয়নের পথে বাধা দিতে চেষ্টা করেছে। কিন্তু সেসব চেষ্টা কোনো কাজে আসেনি। ইরান শত্রুদের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মহাকাশ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে- শত্রু বলতে পশ্চিমা দেশগুলোকেই ইঙ্গিত করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করে স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান।
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কার্যকলাপ থেকে বিরত থাকতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েও আসছে ওয়াশিংটন। যদিও ইরানের দাবি, কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই তারা স্যাটেলাইট উৎক্ষেপণ ও রকেট পরীক্ষা করছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নূর-৩ স্যাটেলাইট সফলভাবে নির্মাণ ও কক্ষপথে স্থাপনের জন্য দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে দেশে মহাকাশ শিল্পের দ্রুত বিকাশের পথ প্রশস্ত করার অনুরোধ জানিয়েছেন।
এসকে/
খবরটি শেয়ার করুন