শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘন

চট্টগ্রাম-১৬ আসনের নৌকারপ্রার্থী বাতিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ই জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

আরো পড়ুন : জাল ভোট দেওয়ায় ৫ বছরের কারাদণ্ড যুবকের

তিনি বলেন, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে বাতিল করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

কী ধরনের বিধিলঙ্ঘন করেছেন জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন। সার্বিক বিষয়টি বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এস/ওআ

চট্টগ্রাম-১৬ আসন নৌকারপ্রার্থী

খবরটি শেয়ার করুন