রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকাতির ঘটনায় মূলহোতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর জুবিলী রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে মারধর করে ৯ লাখ ৮০ হাজার টাকা ডাকাতির ঘটনার মূলহোতা মিরাজ আহমেদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। 

আরো পড়ুন: ৮১ হাজার টাকায় বিক্রি হলো ১৮ কেজি ওজনের লাক্ষা মাছ

শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট বিআইডব্লিউটিএ অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলাসহ সিএমপির কয়েকটি থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, গত ৯ই জুলাই রিয়াজ উদ্দিন বাজার এলাকার একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পূর্বপরিকল্পিভাবে মারামারির ঘটনা সাজিয়ে ওই দুই কর্মচারীকে মারধর করে ৯ লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। তাদের জবানবন্দিতে মিরাজের নাম উঠে আসে। মিরাজ হলো ঘটনার মূল মাস্টারমাইন্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জড়িত করে স্বীকার করেছে। 

এইচআ/ আই. কে. জে/ 


চট্টগ্রাম গ্রেফতার ডাকাতি মূলহোতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন