সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের-৯ আসনে সবার মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৪ঠা ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহমেদ যাচাই-বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। 

বৈধ হওয়া প্রার্থীরা হলেন- ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মিটল দাশগুপ্ত, তৃণমূল বিএনপির সুজিত সরকার, কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন, জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম।

এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হয়েছে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।ৎ

আরো পড়ুন: ৪৭ ইউএনওর বদলি অনুমোদন ইসির

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী— সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

এসকে/  

চট্টগ্রাম মনোনয়ন বৈধ

খবরটি শেয়ার করুন