শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা *** শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বদরুদ্দীন উমর *** আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: জ্বালানি উপদেষ্টা

চায়ের কাপের দাগ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

সকালে ঘুম থেকে ওঠার পর বা সন্ধ্যায় অফিস থেকে ফিরে চায়ে চুমুক না দিলে শরীরের আলসেমি এবং ক্লান্তি কোনোটাই যেন কাটতে চায় না। চায়ে চুমুক দিতেই শরীর ফিরে পায় স্বস্তি, মন হয় ফুরফুরে। কিন্তু যদি সেই চায়ের কাপেই দাগ লেগে থাকে, তাহলে তা স্বস্তির বদলে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

সঠিকভাবে পরিচর্যার অভাবে অনেক সময়ই আমাদের চায়ের কাপে দাগ পড়ে যায়। এসব দাগ সাধারণ ঘষামাজায়ও সহজে যায় না। কয়েকটি ঘরোয়া টোটকা জানলে সহজেই আপনার চায়ের কাপ হয়ে উঠবে চকচকে।

১) বাসন মাজার তরল সাবান বা ভিম কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন। এভাবে ২ ঘণ্টা রেখে দিন। এবার স্ক্রাবার দিয়ে কাপের গায়ে একটু জোরে ঘষা দিলেই কাপের দাগ উধাও হয়ে যাবে। আর আপনার চায়ের কাপ হবে চকচকে।

২) বেকিং সোডা চায়ের কাপের এসব দাগ-ছোপ সহজেই তুলতে সাহায্য করে। চায়ের কাপে ভালো করে বেকিং সোডা লাগিয়ে নিন। এভাবে  ঘণ্টাখানেক রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। ম্যাজিকের মতো চায়ের কাপ হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে।

আরো পড়ুন:হাই ব্লাড সুগার কমাবে নিমপাতা

৩) অ্যাপেল সাইডার ভিনেগারের নাম কম বেশি সবাই শুনে থাকবেন। এটিও কাপের দাগ তুলতে দারুণ কার্যকর। আধা কাপ গরম পানিতে দুই চামচ ভিনেগার মিশিয়ে তাতে ৩০ মিনিট দাগযুক্ত কাপটি ডুবিয়ে রাখুন। এরপর একবার ঘষে নিয়ে কাপ ধুয়ে ফেললেই দূর হয়ে যাবে কাপের দাগ-ছোপ।

৪) আধা চামচ লেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটি ভালো করে কাপের গায়ে লাগিয়ে নিন। এরপর ঘণ্টাখানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম পানিতে কাপ ধুয়ে নিন। তারপর দেখুন ম্যাজিক। আপনার কাপ হয়ে যাবে একদম নতুনের মতো উজ্জ্বল।

এম/


চায়ের কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন