ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রথমবারের এক ব্যক্তির দেহে সফলভাবে আরেকজনের পুরুষাঙ্গ সংযোজন করা হয়েছে। ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম থমাস ম্যানিং। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছিল। এরপর তার দেহে সংযোজন করা হয় আরেক ব্যক্তির পুরুষাঙ্গ।
১৫ ঘন্টা ধরে এক সফল অস্ত্রোপচারের পর থমাস ম্যানিং এখন বেশ ভালোই আছেন। চিকিৎসকরা একে মানব প্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করছেন। খবর বিবিসির।
ম্যাসাচুসেটসের হ্যালিফ্যাক্সের বাসিন্দা মিস্টার ম্যানিং এর ক্যান্সার ধরা পড়ার পর ২০১২ সালে চিকিৎসকরা তার পুরুষাঙ্গ কেটে বাদ দেন। এরপর থেকে মিস্টার ম্যানিং এর শরীরে সংযোজনের জন্য কারও দান করা ‘পুরুষাঙ্গ’ খোঁজা হচ্ছিল। অনেক বছর পর তা পাওয়া গেলে থমাস ম্যানিংয়ের দেহে সফলভাবে আরেকজনের পুরুষাঙ্গ সংযোজন করা হয়েছে।
খবরটি শেয়ার করুন