সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চীনা উচ্চপদস্থ কর্মকর্তাদের নেপাল সফর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

সম্প্রতি চীনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নেপাল সফরে আসেন। নেপালের কাঠমান্ডুতে সিল্ক রোডস্টার প্রতিষ্ঠাকারী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান লিউ জিয়ানচাও এর সফরের মাত্র কয়েকদিন পরেই চীনের অপর একটি বিশিষ্ট দল নেপাল সফর করছে।

আসন্ন নেপাল সফরের আয়োজন করছেন চীনের নেপাল বিষয়ক প্রধান সরলা। তিনি সম্প্রতি এই উদ্দেশ্যেই নেপালে এসেছেন।

এ সফরে সরলার প্রধান দায়িত্ব হলো চীনের উচ্চপদস্থ নেতা ইউয়ান জিয়াজুনের সফরের সময়সূচি চূড়ান্ত করা। এ সফর নেপাল-চীন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সরলা নেপালের শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

নেপালের প্রধানমন্ত্রী, পুষ্প কমল দাহালও সেপ্টেম্বরে চীন সফরের পরিকল্পনা করছেন। চীন ও মার্কিন প্রতিনিধিদের বারবার সফরের ফলে এটাই প্রতীয়মান হয় যে, নেপাল ধীরে ধীরে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হয়ে উঠেছে।

আই. কে. জে/ 



চীন নেপাল

খবরটি শেয়ার করুন