সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

চেমসফোর্ডে বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে পুরো সিরিজই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল ইংল্যান্ডে গিয়েই পড়েছে বিপাকে। সেখানে পৌঁছে এখনো পর্যন্ত টাইগাররা কেবল পূর্ণ অনুশীলন করতে পেরেছে হাতেগোনা কয়েক দিন। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেছে। এবার শঙ্কা জেগেছে সিরিজ মাঠে গড়ানো নিয়েই। কারণ বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচেই রয়েছে বৃষ্টির শঙ্কা। এমনটাই পূর্বাভাস দিচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

আগামীকাল চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ইংল্যান্ড সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচও শুরু হবে একই সময়।

ইংল্যান্ডে এখন চলছে বর্ষাকাল। বেশিরভাগ সময়ই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। যে কারণে তামিম ইকবালদের খেলা হয়নি একমাত্র প্রস্তুতি ম্যাচ। অনুশীলনের সুযোগ হয়নি ম্যাচের মাঠেও। যা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে যা চলতে পারে সারাদিনই। তাই শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও।

আরো পড়ুন: সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু যুক্তরাজ্যে
 

সিরিজের বাকি দুই ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির শঙ্কা আছে। আর ১৪ মে সিরিজের শেষ ম্যাচের দিন ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। যদি তাই হয়, ইংলিশ কন্ডিশনে ভেস্তে যেতে পারে পুরো আয়ারল্যান্ড সিরিজই। 

আইরিশদের কাছে এই সিরিজ 'ডু অর ডাই'। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততেই হবে আয়ারল্যান্ডকে। না হলে অক্টোবরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না। আয়ারল্যান্ড এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতে গেলে দক্ষিণ আফ্রিকাকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে মূলপর্বে। না হলে বাছাই পর্ব খেলতে হবে আইরিশদের।

এম/

 

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

খবরটি শেয়ার করুন