মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছোটবেলায় চড়-থাপ্পড় খেতে হয়েছে সানি দেওলকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দুই দশকের বিরতি ভেঙে ‘গদর ২’ দিয়ে ফিরেছেন সানি দেওল। প্রেক্ষাগৃহে চালাচ্ছেন তাণ্ডব। এরইমধ্যে একাধিক ছবির রেকর্ড ভেঙেছে ‘গদরে’র দ্বিতীয় অধ্যায়। আয়ের ঝুলিও ফুলেফেঁপে উঠেছে।

এবার ‘গদরে’র তারা সিং ফিরে গেলেন শৈশবে। জানালেন ছোটবেলায় শুধু চড়-থাপ্পড় খেয়ে ছেলেবেলা কেটেছে তার।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানান, ছোটবেলায় লেখাপড়া করতে পারতেন না বলে চড়-থাপ্পড়ও খেতে হয়েছে তাকে।

সানি বলেন, ‘ছোটবেলায় আমি ডিজ়লেক্সিক ছিলাম। তখন তো এই সব রোগের কথা আমরা কেউ জানতামও না। আমি লিখতে-পড়তে পারতাম না ঠিক করে। আমাকে সবাই বোকা বলত!’

আরো পড়ুন: শাহরুখ কন্যা কেমন প্রেমিক চান জানা গেল

সানি আরও বলেন, ‘এখনও কোনও কিছু পড়তে গেলে আমার বেশ অসুবিধা হয়। সব শব্দ চোখের সামনে গুলিয়ে যায়। অনেকেই অনুষ্ঠানে টেলিপ্রম্পটার ব্যবহার করেন।

আমাকেও বলা হয়েছিল সেরকম কোনও কিছু ব্যবহার করার জন্য, যাতে আমার কথা বলতে অসুবিধা না হয়। কিন্তু আমি বলি, আমাকে বলে দিন কী বলতে হবে, আমি সেটা মনে রেখেই বলে দেব।’

‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওলকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা।

এসি/ আই.কে.জে



সানি দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন