ছবি-সংগৃহীত
টালিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে অভিনয়ে ক্যারিয়ার গড়েছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি কাজ করছেন কলকাতার সিনেমায়। এবার তিনি সোজা জঙ্গলে পৌঁছে গিয়েছেন। নতুন ছবির শুটিংয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু, চ্যালেঞ্জ কি দেব শুধু একা নিতে পারেন? একেবারেই না! বরং কোয়েল যা করলেন…
অভিনেত্রী, আগেই জানিয়েছিলেন প্রচণ্ড গরমে শুটিং করেছেন তাঁরা। বাইরে তখন ৫৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, জঙ্গলে শুটিং করবেন আর সামনা সামনি হবেন না তাঁর সঙ্গে? তা আবার হয় নাকি! জঙ্গলের বিরাট এক প্রানীর সঙ্গে শেষমেশ বন্ধুত্ব পাতালেন তিনি। তাঁর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা নিতান্তই সহজ না। কী কাণ্ডটাই না ঘটালেন কোয়েল?
সেই বিরাট বন্ধুটি আসলে এক হাতি। তাঁকে কাবু করতেই নাজেহাল কোয়েল। কী কী খাইয়ে তাঁর মন জয় করতে হল? কোয়েল সেই ভিডিও শেয়ার করে লিখলেন…”এক বিরাট আকারের সহ অভিনেত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিলাম। যত দিন গেল সে যে কতটা মিষ্টি সেটাই বুঝতে পারলাম। খুব ভাল বন্ধু হয়ে উঠেছিল সে। আমি খুব খুশি যে শুটিংয়ের সময় ওকে পেয়েছিলাম”।
আরো পড়ুন: বোরকা পরে পূজার কেনাকাটা করবেন অপু বিশ্বাস
কী রয়েছে সেই ভিডিওতে?
শুটিংয়ের জন্যই হাতির আগমন। কোয়েল হাসিমুখেই তাঁর দিকে এগিয়ে গেলেন। সময়ে সময়ে তাঁকে খাওয়াচ্ছেন। তাঁর শুঁড় ধরে কখনও খেলছেন। আর সেও নিজের মতো করে কোয়েলের আদরে সায় জানাচ্ছেন। অভিনেত্রী দিব্যি খুশি এই কাজ করতে পেরে। তাঁর হাসি ধরছে না।
প্রসঙ্গত, এবার পুজোয় মানুষের নিজের জায়গায় বসেই জঙ্গল ভ্রমণ হবে সেকথা আগেই জানিয়েছেন কোয়েল। অরিন্দম শীলের পরিচালনায় নতুন কাজ। ছবির প্রমোশন করছেন চুটিয়ে। কিছুদিন আগেই ইতালি থেকে ছুটি কাটিয়ে ফিরলেন তিনি। পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এবার, ছবি রিলিজের পালা। তাই ভীষণ ব্যস্ত অভিনেত্রী।
এসি/ওআ