সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরের উন্নয়নে লন্ডনে বিশেষ আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

৩৭০ ধারা বাতিলের ৪র্থ বার্ষিকীতে জম্মু ও কাশ্মীরের অগ্রগতি উদযাপন করে লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রেন্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে হিন্দু কাউন্সিল ইউকেসহ ইন্দো-ইউরোপিয়ান কাশ্মীর ফোরাম (আইইকেএফ ইউকে) এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও কাশ্মীরের রাজনৈতিক কর্মী বশির আসাদ, মেফেয়ারের লর্ড রামি রেঞ্জার, এমপি বব ব্ল্যাকম্যান, বিজেপির কুলদীপ শেখাওয়াত, কাশ্মীরি পণ্ডিত সুশীল পণ্ডিত এবং ড. গৌতম সেন।

স্থানীয় অংশগ্রহণকারীদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ অতিথিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ৩৭০ ধারা বাতিলের পর থেকে বিভিন্ন দিক দিয়ে কাশ্মীরের অগ্রগতির কথা তুলে ধরেন। কাশ্মীরে পর্যটন বৃদ্ধি, বাণিজ্যে উন্নতি এবং চাকরির সুযোগ বৃদ্ধির কথাও তারা বর্ণনা করেন।

তবে তারা এটাও স্বীকার করেন যে, উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়কে পুনর্বাসনের জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। ১৯৮৯ এবং ১৯৯০ এর দশকের গোড়ার দিকে উপত্যকায় জিহাদের ঘটনার জন্য দায়ী অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও করেন তারা।

এসকে/ আই. কে. জে/  


লন্ডন জম্মু-কাশ্মীর

খবরটি শেয়ার করুন