বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত
সৌদি প্রো লিগের মৌসুম শেষ, জাতীয় দলেও ব্যস্ততা নেই। এই সুযোগে বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সার্ডিনিয়ার ইতালীয় দ্বীপে বেড়িয়ে রোনালদো-জর্জিনা এখন পর্তুগালের সমুদ্রে সৈকতে।
গ্রীষ্মের ছুটিতে সেই সমুদ্রে সৈকতে প্যরাসেইলিং ও জেট স্কি'তে চড়ছেন তারকা এই দম্পতি। ছুটি উপভোগ করার এই মুহুর্তগুলোর ছবি শেয়ার করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। জর্জিনার সঙ্গে জেট স্কি'তে বসা এক ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে পর্তুগাল তারকা জানিয়েছেন, 'ভালোবাসি তোমায়'।
আরো পড়ুন: ইংল্যান্ডের সিরিজ জয় নিয়ে দ্বিধা নেই স্টোকসের
আল নাসরের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে রোনালদোর। মৌসুমে ১৯ অ্যাসিস্টের পাশাপাশি পর্তুগীজ তারকা করেছেন ১৪ গোল। এরপর পর্তুগালের হয়ে বসনিয়া ও আইসল্যান্সের ম্যাচ দিয়ে মৌসুম শেষ করেন।
এম/