শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের নতুন উদ্যোগে আমেরিকার দ্বিমত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে গতকাল সোমবার (১৮ই ডিসেম্বর) ভোট হওয়ার কথা ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। তবে শেষ পর্যন্ত সেই ভোট স্থগিত করা হয়েছে। আরব দেশগুলো এ নিয়ে নতুন খসড়াও তৈরি করছে। কিন্তু আমেরিকা এদিন ভোটে অংশ নিতে চায়নি। এর আগে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে দেশটি ভেটো দিয়েছে।

আরো পড়ুন: ভূমিকম্পের পর চীনকে সহায়তার প্রস্তাব তাইওয়ানের

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগে ভেটো দিলেও এবার দেশটি ভেটো দিতে চাইছে না। ভেটোর পেছনে আমেরিকা ও ইসরাইল যুক্তি দিয়েছে, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা করে দেবে। তবে ১৯ই ডিসেম্বর (মঙ্গলবার) এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটি হতে পারে। তবে আমেরিকা প্রস্তাবের খসড়া নিয়ে সন্তুষ্ট নয়। সে বিষয়ে ঐক্যমত্য না হওয়া পর্যন্ত দেশটি প্রস্তাব মানবে না বলেই জানা গেছে।

খবরে বলা হয়েছে, দুবাইয়ের মধ্যস্থতায় আনা নতুন প্রস্তাবটিতে অবিলম্বে হামাস-ইসরায়েলের মধ্যে চিরতরে শত্রুতা বন্ধ করে গাজা উপত্যকায় নিরাপদ ও শর্তহীন মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে আহ্বান জানানো হয়েছে। এছাড়া দ্বি-রাষ্ট্র সমাধান ও প্যালেস্টাইনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে গাজা এবং পশ্চিম তীরের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই. কে. জে/  

ভোট জাতিসংঘ গাজায় যুদ্ধবিরতি দ্বিমত

খবরটি শেয়ার করুন