ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) প্রেসিডেন্ট সাবা করোসি জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি ধারণা রয়েছে যে নিরাপত্তা পরিষদে আরও ভালো প্রতিনিধির প্রয়োজন রয়েছে। এই দেশগুলো বিশ্বে শান্তি বজায় রাখতে বৃহত্তর দায়িত্ব পালন করছে।
সোমবার, ইউএনএসসিতে ভারতের প্রার্থিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের মঙ্গল করা একটি অনেক বড় দায়িত্ব এবং বিশ্বের জন্য কল্যাণকর কাজ করতে পারে এমন দেশের তালিকায় ভারত রয়েছে। ইউএনএসসি প্রতিষ্ঠার সময় ভারত এ অবস্থানে ছিল না। কিন্তু বর্তমানে ভারত এ অবস্থান লাভ করেছে এবং অবশ্যই ইউএনএসসি তে সংস্কারের প্রয়োজন রয়েছে।
এ সংস্কারের বিষয়টি দীর্ঘ ১৩ বছর ধরে আলোচনাধীন। নিরাপত্তা পরিষদের সংস্কারের সম্ভাব্য প্রয়োজনীয়তা নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল ৪০ বছরেরও বেশি সময় আগে। তবে এ ক্ষমতাও সদস্য দেশগুলোর হাতে। সংস্কারের জন্য সদস্য দেশগুলোকে প্রথমে সম্মত হতে হবে।
ভারত নিরাপত্তা পরিষদের প্রাথমিক সংস্কারের জন্য সম্ভবত সবচেয়ে সক্রিয় সমর্থকদের একজন, বলে তিনি জানান।
আরো পড়ুন: ইন্দো-প্যাসিফিক নেটওয়ার্ক জোরদার করতে চীনের বিপক্ষে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
ভারতকে একটি সম্ভাব্য পরাশক্তি দেশ হিসেবে অভিহিত করে ইউএনজিএ প্রধান বলেন যে জনসংখ্যা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ভারত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাতের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, নরেন্দ্র মোদী একজন দূরদর্শী ব্যক্তি, যিনি কৌশলগত চিন্তার অধিকারী। আধুনিক ভারতকে তিনি ঠিক কোন উচ্চতায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। জাতিসংঘে মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও তিনি জানান। মোদীর প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে সম্মানিত নেতাদের মধ্যে তিনি একজন এবং খুব অল্প সময়েই তিনি এ জায়গায় আসতে পেরেছেন।
এম এইচ ডি/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন