সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফেরার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। আগামী মাসে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর গেল বছর এপ্রিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়।  

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তখন এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এখন রাশিয়ার কূটনীতিকরা তাদের দেশকে নতুন করে তিন বছর মেয়াদের জন্য পরিষদে পুনরায় নির্বাচিত করতে চাচ্ছেন।

রাশিয়া জাতিসংঘের সদস্যদের কাছে তাদের সমর্থন চেয়ে যে পজিশন পেপার বিতরণ করছে, সেটির একটি অনুলিপি বিবিসি হাতে পেয়েছে।   

এতে দেখা গেছে, রাশিয়া ‘মানবাধিকার সমস্যাগুলোর জন্য পর্যাপ্ত সমাধান’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে। ‘কয়েকটি দেশের একটি গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছানুযায়ী কাজ করে’- পরিষদকে এমন হাতিয়ার হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছে মস্কো। এতে পশ্চিমের দিকে ইঙ্গিত করা হয়েছে বলেই বোঝা যাচ্ছে।

কূটনীতিকরা বলেছেন, ইউক্রেন এবং নিজস্ব সীমানার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়া আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার আশা করছে।

একে/ আই. কে. জে/ 


রাশিয়া জাতিসংঘের মানবাধিকার পরিষদ

খবরটি শেয়ার করুন