রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম জারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন দণ্ডের শীর্ষ থেকে এক চতুর্থাংশ নিচে থাকবে জাতীয় পতাকার অবস্থান। বুধবার ৯ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পতাকা বিধি ১৯৭২’ এর কিছু সংশোধন করা হয়েছে। বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে প্রথমে পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকার দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় পতাকার দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করে তারপর নামাতে হবে।

আরো পড়ুন: আমেরিকা বন্ধু সাজার চেষ্টা করছে: আ.ক.ম মোজাম্মেল

কোনও পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হলে দণ্ডের চূড়া ও পতাকার শীর্ষের দূরত্ব হবে ৬ ফুট। পতাকার দণ্ডের দৈর্ঘ্য ২৮ ফুট হলে খুঁটির শীর্ষ এবং পতাকার শীর্ষের দূরত্ব হবে ৭ ফুট। বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

এসি/ আই. কে. জে/ 


জাতীয় পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন