রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেলের জালে মিললো ২ কোটি টাকার পোপা মাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটায় এক জেলের জালে একসঙ্গে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা।

শুক্রবার (২২শে ডিসেম্বর) বিকেলে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ে।

মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়েছে। খুবই গরিব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত।

চেয়ারম্যান বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা। কালো পোপা মাছের ফদনা (বায়ুথলি) খুবই দামি। তাই হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন বলে জানিয়েছেন মোজাম্মেল।

আরো পড়ুন: দাম কমলো সয়াবিনের

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোপা আকারভেদে দাম কমবেশি হতে পারে। এককেজি সাইজের মাছের দাম হতে পারে এক হাজার টাকা। তবে সাইজ ১০ কেজি বা এর বেশি হলে দামটা আরো বেশি হবে। ধরা পড়া মাছগুলো আমি দেখেছি। এগুলো দুই কোটি টাকা দাম হাঁকানোর মতো নয়।

মাছ ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের ফদনা বা বায়ুথলি মোটা ও বড় হয়। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপা খুবই দামি মাছ।

এসকে/ 

জেলে পোপা মাছ ২ কোটি টাকা মহেশখালী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন