শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিল চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন তিল চাষের সঙ্গে জড়িয়ে পড়ছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় চাষ করা হচ্ছে তিল। স্থানীয় কৃষকরা জানান, বিঘা প্রতি তিল চাষে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। উৎপাদন হয় ৪ থেকে ৫ মণ তিল। বাজারে প্রতি মন তিল ৮  থেকে ১১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে খরচের কয়েকগুণ বেশি লাভ হচ্ছে।

আরো পড়ুন : কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন যুবক ফারুকের

উপজেলার দমদমা গ্রামের একজন তিল চাষী বলেন, এ বছর ৪ বিঘা জমিতে তিল চাষ করেছি। তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলেও তিল তেমন একটা খায় না। ফলে রক্ষণাবেক্ষণে খরচ হয় সামান্য।

ধরঞ্জী গ্রামের একজন তিল চাষি  বলেন, আমি প্রায় এক বিঘা জমির আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজি রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসেবে কাজ করে। এ কারণে ক্ষেতে গরু- ছাগল প্রবেশ করতে পারে না।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, তিলের বহুবিধ ব্যবহার থাকলেও ভোজ্য তেল হিসেবে তিলের তেল কোলেস্টেরল মুক্ত ও উন্নত মানের। সম্প্রতি উপজেলায় বিভিন্ন অঞ্চলে তিলের চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বিক পরামর্শ ও তিল চাষে উৎসাহিত করছে।

এস/ আই. কে. জে/ 

কৃষক তিল চাষ

খবরটি শেয়ার করুন