ওয়ানিন্দু হাসারাঙ্গা
সম্প্রতি বিশ্বের নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খুব চাহিদা সম্পন্ন হয়ে উছেছেন ২৬ বছর বয়সী শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এর ফলে টেস্ট ক্রিকেট এখন তার কাছে খুব একটা আবেদন তৈরি করতে পারছে না। সাদা পোশাকের ক্রিকেটকে 'গুডবাই' বলে দিলেন শ্রীলঙ্কান এই স্পিনার।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় ৬ বছরের। টেস্ট ক্যারিয়ার মাত্র ৩ বছরের। এর মধ্যে মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। নিয়েছেন ৪টি উইকেট। এই ফরম্যাটে যে তিনি খুব বেশিদিন টিকবেন, সে সম্ভাবনা নেই। যার ফলে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে আরও বেশি জড়াবেন, এ উদ্দেশ্যকে সামনে রেখেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনিতেই গত দুই বছর শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য নন তিনি। যে কয়টি ম্যাচ খেলেছেন, সেখানে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তবে বল হাতে উইকেট নিতে না পারলেও ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার মাটিতে।
কিছুদিন আগে থেকে শ্রীলঙ্কার বেশ কিছু সিরিজের আগে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে হয়েছে হাসারাঙ্গাকে। কিন্তু অনুশীলনে অংশ নিলেও শেষ পর্যন্ত তাকে টেস্ট দলের অন্তর্ভূক্ত করা হয়নি। অথচ, ট্রেনিং ক্যাম্পে অংশ নেয়ার কারণে বেশ কিছু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে তাকে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটকে ‘না’ বলতে হয়েছে তাকে টুর্নামেন্ট শুরুর ঠিক এক সপ্তাহ আগে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘হাসারাঙ্গা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন, কারণ তিনি ছোট সংস্করণের ক্রিকেটে নিজের ক্যারিয়ারকে লম্বা করতে চান।’
অবসরের সিদ্ধান্ত নেয়ার আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেন হাসারাঙ্গা। বোর্ডও তার মধ্যে টেস্ট ক্রিকেটারের সম্ভাবনা খুঁজে পায়নি। এ কারণে, হাসারাঙ্গার সিদ্ধান্ত মেনে নেয় তারা।
শ্রীলঙ্কার হয়ে ৪৮টি ওয়ানডে এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
এসকে/
খবরটি শেয়ার করুন