সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন দুর্ঘটনায় রেল মন্ত্রণালয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

কিশোরগঞ্জের ভৈরববাজার রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তদন্ত কমিটিতে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ (অডিট ও আইসিটি) রয়েছেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন), বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল), রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি), বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিএসটিই (টেলিকম), বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ঢাকার ডিভিশনাল মেডিকালে অফিসার (ডিএমও), রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৬)।

এ কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন তৈরি করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটি গঠনের সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ওআ/


রেলপথ মন্ত্রণালয় ট্রেন দুর্ঘটনা

খবরটি শেয়ার করুন