শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের উপবৃত্তি, আবেদন শেষ ১৬ আগস্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান করবে ঢাবি কর্তৃপক্ষ। এজন্য প্রতিষ্ঠানটি তাদের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করেছে। যেসকল  দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এ উপবৃত্তি পাবে তাদের বেতনও মওকুফ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এছাড়া এক বছর মেয়াদি এ উপবৃত্তিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মাসে ১ হাজার ২০০ টাকা করে পাবে। আর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবে মাসে ১ হাজার ৫০০ টাকা।

আবেদনের যোগ্য শিক্ষার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে অধ্যয়নরত শ্রেণি, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ও রোল নম্বর, মুঠোফোন নম্বর এবং হলের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র নিজ বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট হল প্রভোস্টের মাধ্যমে ১৬ আগস্টের মধ্যে রেজিস্ট্রারের অফিস (শিক্ষা–৫) শাখা বরাবর পাঠাতে হবে।

এম/এস/এইচ

দৃষ্টি প্রতিবন্ধীদের উপবৃত্তি ঢাবিতে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন