শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

‘নে এটা তোর জন্য অকৃতজ্ঞ’

তসলিমার কবিতা দিয়ে ঝাল মেটালেন পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ঢালিউড অভিনেত্রী পরীমণি - ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে অসুস্থ ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছিল অভিনেত্রী পরীমণিকে। কিন্তু পাশে ছিলেন না শরীফুল রাজ। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বর্তমানে রাজ্য সুস্থ বলে জানান পরীমণি। এরই মধ্যে পরীমণি আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তি শেয়ার করে।

রোববার (২৩ জুলাই) দুপুরে পরীমণি নিজের ফেসবুকে তসলিমা নাসরিনের এটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘নে এটা তোর জন্য অকৃতজ্ঞ’। এটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পরীমণির ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেন। শেয়ারও দিয়েছেন অনেকে।

পরীমণির শেয়ার করা পোস্টে অরণ্য সৌরভ নামের একজন মন্তব্য করে লিখেছেন, আহা! বেশি আদর সোহাগে পুষলে কাছের মানুষেরা এমনই হয়ে যায়।

পরীমণি তসলিমা নাসরিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই বলছেন কাকে ইঙ্গিত করে তিনি শেয়ারের পোস্টে এমন ক্যাপশন লিখেছেন। অনেকেই মনে করছেন তিনি রাজকে ইঙ্গিত করেই এ কবিতাটি শেয়ার দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পরীমণি লিখলেন, ‘আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতো দিন পর আজ আম্বার সাথে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া।’

আরো পড়ুন: আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা

এদিকে পরীমণি থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এজন্য সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে আলাদা করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজের দেওয়া একটি পোস্টে।

এম/


কবিতা ফেসবুক পরীমণি তসলিমা নাসরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন