শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

জাতিসংঘের প্রতিবেদনে তালেবানের মানবাধিকার লঙ্ঘনের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

তালেবান ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে ৮০০টির বেশি গ্রেপ্তার, আটক, নির্যাতন, দুর্ব্যবহার, জোরপূর্বক গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর জাতিসংঘের নজরে এসেছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। এর পর থেকে দেশটিতে কয়েকশ’ আফগানকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল তালেবান। এরপরও দেশটিতে বিচারবহির্ভূত ২১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ২০২১ সালের আগস্টে তালেবান রাষ্ট্রক্ষমতা নেওয়ার পরবর্তী কয়েক মাসে এসব ঘটনা বেশি ঘটেছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ক্ষমতা গ্রহণের পর আগের সরকার ও নিরাপত্তা বাহিনীতে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে তালেবান যেসব মর্মান্তিক আচরণ করেছে, এই প্রতিবেদন সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। অথচ এসব ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এটা জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা। 

পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান। এই গোষ্ঠীর উগ্রপন্থী মনোভাব, বিশেষ করে এর আগের তালেবান শাসনামলের অভিজ্ঞতা মনে রেখে অনেকেই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগেছেন। তবে রাষ্ট্রক্ষমতায় এসে তালেবান নিজেদের ভাবমূর্তি ফেরাতে সচেষ্ট ছিল। অনেকটাই মধ্যপন্থী মনোভাব দেখিয়েছিল। এ জন্য ক্ষমতায় আসার পর আগের সরকারের সঙ্গে সম্পৃক্ত সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছিল তালেবান।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই তালেবানের এমন অবস্থানের কঠোর নিন্দা জানিয়ে আসছে। এসব সংস্থা তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে।

আফগানিস্তানের আগের সরকার ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর ১১৪টি নির্যাতন ও দুর্ব্যবহারের ঘটনা প্রতিবেদনে নথিবদ্ধ করেছে ইউএনএএমএ। এ ছাড়া নথিবদ্ধ করা হয়েছে ৪২৪টির বেশি নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং অন্তত ১৪টি জোরপূর্বক গুমের ঘটনা। এর মধ্যে হেরাতের নারী কারাগারের প্রধান আলিয়া আজিজির গুমের ঘটনা রয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে তাকে আর দেখা যায়নি।

প্রতিবেদনের জন্য যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তারা তালেবানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে হুমকি পেয়েছেন, গালিগালাজ শুনেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে তাদের আত্মীয়স্বজনের গুম হওয়ার ঘটনা বলেছেন। অনেকে বলেছেন, নিখোজের কয়েক মাস পর কারও কারও মরদেহ পাওয়া গেছে।

তালেবানের এমন অত্যাচার–নির্যাতন ও দমনমূলক নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছেন অনেকে। বিশেষ করে নারীরা প্ল্যাকার্ড হাতে রাজপথে বিক্ষোভ করেছেন। নারীদের অভিযোগ, তালেবানের দুই বছরে আফগান নারীদের সবকিছু থেকে মুছে ফেলা হচ্ছে।

তবে তালেবান বলছে, তারা দেশকে বিদেশি দখলদারমুক্ত করেছে। এর আগে তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি সিএনএনকে বলেছিলেন, আফগানরা তাদের দেশ, স্বাধীনতা, সরকার এবং নিজেদের ইচ্ছা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

এ পরিস্থিতিতে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা তালেবানের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, তালেবান সাধারণ ক্ষমার কথা বলেছিল। প্রতিশ্রুতি পূরণ করা প্রয়োজন। দেশে ন্যায়বিচার, পুনর্মিলন ও শান্তির সম্ভাবনা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসকে/  আই.কে.জে/



জাতিসংঘ তালেবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250