রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

তিয়ানানমেন স্কয়ার স্মরণে লন্ডনে চীনের গণতান্ত্রিক পার্টির সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

৪ জুন, তিয়ানানমেন স্কয়ার গণহত্যার ৩৪তম বার্ষিকী উপলক্ষে, গত ২৭ মে চীনের গণতান্ত্রিক পার্টি (সিডিপি) "চার জুনের স্মৃতি এবং গণতান্ত্রিক চীনের দৃষ্টিভঙ্গি" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে।

লন্ডনের রয়েল ন্যাশনাল হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সিডিপি এর নেতৃবৃন্দ, জার্মানিতে অবস্থানরত তাইওয়ানের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সাংবাদিক, চীনের ভিন্নমতাবলম্বী নেতা ও কর্মী এবং হংকংয়ের কর্মীরা জুমের মাধ্যমে অংশ নেন।

অনুষ্ঠানটি সকাল ও বিকাল দুইভাগে ভাগ করা হয়। সকালে বক্তারা সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অন্যদিকে বিকেলের অনুষ্ঠানে বক্তারা জুমের মাধ্যমে যুক্ত হন।

মূল অনুষ্ঠানে ৫০ জনের মতো বক্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে বেশিরভাগই চীনা পুতুংহুয়া ভাষায় কথা বলেন। আন্তর্জাতিক বক্তাদের মধ্যে কেউ কেউ পুতুংহুয়া ভাষায় বক্তব্য প্রদান করেন এবং অন্যরা ইংরেজি ভাষায় বক্তব্য দেন।

লন্ডনে চীনা দূতাবাসের বাইরে শি জিনপিংয়ের পদত্যাগের দাবিতে এবং চীনে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভকারীরা বিক্ষোভ জানায়। বিক্ষোভে ৫০ জনের মতো বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন৷ 

তিয়ানানমেন স্কয়ার গণহত্যা আধুনিক চীনের ইতিহাসের এক কালো অধ্যায় বলে পরিগনিত হয়। এ ঘটনা কোন চীনার পক্ষে ভুলা সম্ভব নয়।

আরো পড়ুন: বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান

লাখ লাখ চীনা যুবক তখন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের দাবিতে বিক্ষোভ করছিলো। অবশেষে ১৯৮৯ সালের ৪ জুন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে চীনা সেনাবাহিনীকে (পিএলএ) লেলিয়ে দেয় সিসিপি শাসকেরা। পিএলএ নির্বিচারে যুবকদের উপর গুলি চালায়। তাদের নৃশংসতায় ১০,০০০ যুবক তাদের প্রাণ হারায়। এটি আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যা।

এম এইচ ডি/ আইকেজে 

তিয়ানানমেন স্কয়ার লন্ডন চীনের গণতান্ত্রিক পার্টি সেমিনার পুতুংহুয়া ভাষা গণহত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন