শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দরজায় কড়া নাড়ছে শীত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। রাজধানীতে শীত বোঝা না গেলেও উত্তরে শীতের আগমনী বার্তা এসে গেছে। হিমালয় থেকে ঠাণ্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। 

শনিবার (১৪ অক্টোবর) ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। সবুজ ঘাস, ধান গাছের ডগায় ফোঁটায় ফোঁটায় শিশির বিন্দুর দেখা মিলছে। 

সূর্য ডোবার পর থেকে ঠাণ্ডা পড়তে শুরু করছে। তাই কাঞ্চনজঙ্ঘা ও আগাম শীতের অভিজ্ঞতা নিতে আশপাশের জেলা থেকে অনেকেই ছুটে আসছেন পঞ্চগড়ে।

স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। রাতে কাথা/পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।

আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমতে শুরু করেছে পঞ্চগড়ে। শীতের আগমন ঘটছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ওআ/

শীত কুয়াশা

খবরটি শেয়ার করুন