বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দলের সবাইকেই ম্যাচজয়ের কৃতিত্ব দিলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার সিলেটে শেষ মুহূর্তে নাটকীয় জয়ের পর উল্লসিত ম্যাচের নায়ক তাওহিদ হৃদয় ও শরিফুল - ছবি: সংগৃহীত

শেষ ওভারের নাটকীয়তা শেষে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে জিতে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারের শঙ্কায় পড়া বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন মিডল অর্ডারে নামা দুই তরুণ তুর্কি তাওহীদ হৃদয় আর শামীম পাটোয়ারী। শামীম দলকে জিতিয়ে যেতে না পারলেও দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হৃদয়। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরষ্কারও পেয়েছেন হৃদয়। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে টাইগারদের জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন ম্যাচ জেতানো হৃদয়। 

হৃদয় বলেন, ‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিনজন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। শুরু থেকে যদি দেখেন, তাসকিন ভাই…প্রতিটি বোলার, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে। সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সব দিক থেকে অবদান রেখেছে।’

ম্যাচসেরার পুরষ্কার পাওয়া টাইগার ব্যাটার আরও বলেন, ‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই কের। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে দেশের জন্য খেলব, দেশকে ভালো ফল এনে দেব।’

আরো পড়ুন: শরীফুলের চারে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও বাংলাদেশের জয়ের বিশ্বাস ধরে রেখেছিলেন জানিয়ে হৃদয় বলেন, ‘আমি নরমাল ছিলাম। কারণ জানতাম, ২ রান লাগে মাত্র। একটা বলের ব্যাপার। বল ব্যাটে লাগলেই ১-২ রান হয়ে যাবে। সেই সময়টায় শান্ত থাকার চেষ্টা করেছি। যেহেতু নন স্ট্রাইকে ছিলাম, চেষ্টা করেছি আমার পার্টনারদের যতটুকু ইনফরমেশন দেওয়া যায় যে বোলার কী বল করতে পারে। এটুকুই।’

এম/


বাংলাদেশ আফগানিস্তান সিরিজ

খবরটি শেয়ার করুন