ছবি-সংগৃহীত
বিশ্ব তাঁকে যত দেখছে, ততই যেন বিস্মিত হচ্ছে। দাবার বিশ্বকাপের ফাইনালে আবার গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সঙ্গে প্রথম গেম ড্র দিয়ে শেষ করলেন তিনি।
আরো পড়ুন: ক্রিকেট বিশ্বে বেঁচে থাকবেন কিংবদন্তি তারকা হিথ স্ট্রিক
পাঁচবারের গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের মেগা ফাইনালে জায়গা করে নেন প্রজ্ঞানন্দ।
আর এদিন ফাইনালের প্রথম গেমে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা জিইয়ে রাখলেন তিনি। ফাইনালের দু’টি ক্লাসিক্যাল গেমসের পরও যদি ফল অমীমাংসিত থাকে, সেক্ষেত্রে দু’জনকে ব়্যাপিড ফরম্যাটে খেলতে হবে। যার সময় ১০ মিনিট। সেখানেও যদি কেউ চ্যাম্পিয়ন না হন, তাহলে আরও দু’টি ব়্যাপিড ফরম্যাটের খেলা হবে। সেই সময় ৫ মিনিটের। তাতেও ফল না বেরোলে সাডেন-ডেথ মোডে ম্যাচের ফল চূড়ান্ত হবে।
এসি/ আই.কে.জে/