সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

চেং লেইকে মুক্তি দিতে চীনের প্রতি অস্ট্রেলিয়ার আহ্বান

দীর্ঘ তিন বছর চীনের কারাগারে অস্ট্রেলীয় সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনের কারাগারে দীর্ঘ তিন বছর ধরে আটক আছেন অস্ট্রেলীয় সাংবাদিক চেং লেই। রাষ্ট্রীয় গোপন তথ্য বিদেশে পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। সম্প্রতি এই সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য চীনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি চেং লেইয়ের অবস্থা নিয়েও উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। 

শনিবার (১২ আগস্ট) চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নি পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, চেং লেই কারাগারে খুব শোচনীয় অবস্থায় আছেন। তিনি দীর্ঘদিন গাছপালা এবং সূর্যের আলো দেখেন না। তিনি দীর্ঘদিন তার সন্তানদের দেখেন না। তিনি এসব বিষয়ের অভাববোধ করছেন কারাগারে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ চেং লেইয়ের সহযোগী নিক কোয়েলের এক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেয়ার একদিন পরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ চীনা সরকারের প্রতি চেং লেইকে মুক্তি দেয়ার আহ্ববান জানান। তিনি চেং লেইয়ের ব্যাপারে উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যালবানিজ সাউথ চায়না মর্নি পোস্টকে বলেন, তিনি অবশ্যই উদ্বিগ্ন এবং চেংকে অবশ্যই মুক্তি দেয়া উচিত। তিন বছর সময়টা অনেক দীর্ঘ। 

তিনি আরো বলেন, চেং লেই একজন অস্ট্রেলীয় নাগরিক। সে এমন কেউ যার এমন ধরনের দন্ড ভোগ করা অনুচিত। একজন অস্ট্রেলীয় নাগরিক হিসেবে তার মানবাধিকারকে সম্মান করা গুরুত্বপূর্ণ। 

এসময় অ্যালবানিজ বলেন,অস্ট্রেলীয় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তার মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। যখনই অস্ট্রেলিয়া চীনের সাথে মিলিত হবে তখনই এ চেষ্টা করা হতে থাকবে। 

সম্প্রতি অস্ট্রেলীয়  এ প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে দিনক্ষণ ঠিক হয়নি। 

অ্যালবানিজ আরো বলেন, তাঁর সফরকে এগিয়ে নেয়ার ব্যাপারে চেংকে নিয়ে কোন শর্ত আরোপ করা উচিত হবে না। এই ধরনের বিষয় কখনো বিনিময়যোগ্য হওয়া উচিত নয়। 

এদিকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখোপাত্র তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, চেং লেইয়ের মামলাটি আইন অনুসারে পরিচালনা করা হচ্ছে। এতে চেং এর আইনগত অধিকার সম্পূর্ণ রক্ষা করা হচ্ছে। 

এসময় চীনা মুখোপাত্র আরো বলেন, তারা আশা করবে অস্ট্রেলিয়ার সরকার চীনার বিচারিরক সার্বভৌম ক্ষমতাকে সম্মান করবে এবং চীনের বিচারিক কার্যক্রম কোন হস্তক্ষেপ করবে না। 

চেং লেই চীনা সম্প্রচার মাধ্যম সিজিটিএন এর একজন সাবেক অ্যাঙ্কর। তাকে ২০২০ সালের আগস্টে আটক করা হয়েছিল কিন্তু তাকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তাকে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে আটক করা হয়েছিল। তাকে এমন এক সময় আটক করা হয়েছিল যখন চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কে জটিল ছিল। গত মার্চে আদালতে বন্ধ কক্ষে চেং লেইয়ের বিচার করা হয়। সেসময় আদালতে চীনে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকে পর্যন্ত আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি। 

চীন অস্ট্রেলিয়া চেং লেই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250