সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দুই বিভাগের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওসিদের পর এবার দুই বিভাগের পুলিশ কমিশনার ও একাধিক জেলার পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে বরিশাল ও সিলেট বিভাগের পুলিশ কমিশনার এবং পাঁচ এসপিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১০ই ডিসেম্বর) সকালে কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে পিরোজপুর, হবিগঞ্জ, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককেও নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ সদর থানা, সিংগাইর থানা ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

ওআ/

পুলিশ

খবরটি শেয়ার করুন