শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস *** নিহত ফিলিস্তিনিদের দেহ থেকে অঙ্গ চুরি ইসরায়েলি সেনাবাহিনীর *** খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এ জেড এম জাহিদ *** নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

দেশে শুরু হলো সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোলার একটা অংশের প্রাকৃতিক গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই গ্যাস শিল্পে ব্যবহৃত হবে বলেও জানিয়েছেন তিনি। নসরুল হামিদ আরও জানিয়েছেন, এছাড়া ভোলা টু বরিশাল একটা গ্যাস পাইপলাইনও করা হবে। যেখান থেকে খুলনায় একটা ট্রান্সমিশন লাইন চলে যাবে। অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চল এই গ্যাস দ্বারা কভার করা হবে। 

আরো পড়ুন: আবারো ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর প্রত্যাশা

২১শে ডিসেম্বর (বৃহস্পতিবার) হোটেল সোনারগাঁওয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি-কর্তৃক ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গ্যাস কম্প্রেসড-পূর্বক পরিবহন প্রকল্পের উদ্বোধন শেষে পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

নসরুল হামিদ বলেন, বাংলাদেশে এ প্রথমবার এভাবে গ্যাস পরিবহন করা হলেও বিশ্বের বহু দেশেই এর প্রচলন রয়েছে। এটা পাইপলাইনের চেয়ে অনেক সাশ্রয়ী। একটা পাইপলাইন তৈরি করে গ্যাস সরবরাহ করতে যে খরচ হয়, তার চেয়ে কম খরচে এবং দ্রুততার সাথে এভাবে গ্যাস সরবরাহ করা যায়। ইতোমধ্যে ভোলার গ্যাস ব্যবহার করার জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি স্কোপ তৈরি করা হয়েছে। স্বল্পমেয়াদি শেষ হয়ে গেলে আমরা দীর্ঘ মেয়াদের দিকে যাব।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার গ্যাস সেখানে স্থানীয় পর্যায়ে আবাসিক গ্রাহকদের নিকট সরবরাহ করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে তো সরবরাহ করা হচ্ছে। আশা করছি আবাসিকেও দেওয়া হবে।

এইচআ/ আই. কে. জে/  

গ্যাস সিএনজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250